সহিদুল ইসলাম, মধুখালী
ফরিদপুরের মধুখালীতে কোভিড-১৯ সংক্রামন প্রতিরোধে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম সেবা), ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা মনোয়ার প্রমুখ। সেমিনারে কোভিড-১৯ প্রতিরোধে সকলেই জনস্বার্থে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।