অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণগ্রাফ স্থায়ীভাবে নিম্নমুখী হয়নি, এমনটাই দাবি করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক সৌম্যা স্বামীনাথন। তিনি জানান, ডেল্টা ভ্যারিয়্যান্ট সহ একাধিক কারণে কোভিড সংক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে না।
সম্প্রতি তিনি জানান, গত ২ সপ্তাহে আফ্রিকায় করোনায় মৃত্যুর হার ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। তিনি আরও বলেন, ‘যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে এটা স্পষ্ট যে মহামারীর প্রাদুর্ভাব এখনই শেষ হচ্ছে না।’
কিন্তু কী কারণে ছড়াচ্ছে করোনাভাইরাস? এই প্রশ্নের জবাবে সৌম্যা স্বামীনাথন জানান, করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট, লকডাউন সংক্রান্ত বিধিনিষেধে শিথিলতা, সামাজিকভাবে মেলামেশা বৃদ্ধি এবং টিকাকরণে পর্যান্ত গতি না থাকা এই চার কারণে করোনাভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, ‘এখনও পর্যন্ত করোনার যে ভ্যারিয়্যান্টগুলি সামনে এসেছে তার মধ্যে সবথেকে বেশি সংক্রামক ডেল্টা প্রজাতি।