মুক্ত খান, রূপদিয়া
যশোর সদর উপজেলা কচুয়া ইউনিয়নের মৃৎশিল্পী খুবই কষ্টে জীবন যাপন করছে। দেশে চলমান কঠোর লকডাউনের কারণে তাদের কোন মাটির জিনিস বিক্রয় করতে পারছেন না। তারা পরিবারের সদস্যদের নিয়ে খুব কষ্টের জীবনযাপন করছেন।
কচুয়া তিন নম্বর ওয়ার্ডে পাগলপাড়া নিবাসি পঞ্চান্ন পাল বলেন, গত এক বছরের বেশি সময় ধরে করোনায় আমাদের মাটির জিনিস তেমন বিক্রয় হয়না। দই-মালসা বিক্রি নেই। হোটেল বন্ধ থাকার কারণে মালিকরা এইসব মাটির পাত্র কিনছে না। আমরা পরিবার নিয়ে খুব কষ্টে দিনাপিতাপ করছি।
নিরাপদ পাল খুব আক্ষেপ করে বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোনদিন আমাদের চোখের দেখাও দেখতে আসেনি। সরকার যদি আমাদের কোন রকম সাহায্য করতো তাহলে আমরা পরিবার নিয়ে খেয়ে পরে কোন রকমে বেঁচে থাকতে পারতাম।
এব্যাপারে কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মোবাইলে ফোন করলে তিনি রিসিভ না করাই তার সাথে কথা বলা সম্ভব হয়নি।