মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুরে করোনায় আক্রান্ত মানুষের কথা চিন্তা করে বিএনপির উদ্যোগে করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেনসহ ওষুধ সেবা ‘হেল্প সেলের’ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে বিএনপি’র দলীয় কার্যালয়ে হেল্প সেলের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র এ্যাড. শহীদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অক্সিজেন উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যুবদল নেতা মুক্তার হোসেন, রাকিবুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।
হেল্প সেলের সমন্বয়কারী বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানান, করোনা রোগীদের ফ্রি অক্সিজেন ও ওষুধ সেবা কার্যক্রম ‘হেল্প সেবা’ কার্যকর করতে যুবদল এবং ছাত্রদলের নিবেদিত কর্মীদের নিয়ে গঠিত বিশেষ টিম অব্যহত গতিতে কাজ করে চলেছেন। করোনা আক্রান্ত ব্যক্তিসহ তাদের স্বজনদের সাথে যোগাযোগের জন্য সার্বক্ষণিক হট লাইন চালু করা হয়েছে। এ হটলাইনে কল করা মাত্রই টিমের সদস্যরা অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় ওষুধ নিয়ে করোনায় আক্রান্তদের অবস্থান জেনে তাদের নিকট পৌঁছে যাবে। হটলাইন নম্বরগুলো হলো, ০১৭১১-৩৬৮৫৭৩, ০১৭১১-৪৫৮০৩৩, ০১৭৪০-৯২০৬২২, ০১৭১২-৮১৪১৮৬।