মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুরে করোনা সংক্রমণের ভয়াবহ রুপ ধারণ করেছে। গত দু’দিনে ১’শ জনের নমুনা পরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার বসু এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার ও তার কন্যাসহ ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৩২ জন নারী।
মণিরামপুর উপজেলায় করোনা সংক্রমণের ভয়াবহ রুপ ধারণ করেছে নিশ্চিত করে করোনায় আক্রান্ত ডাঃ অনুপ কুমার বসু মুঠোফোনে জানান, গতকাল বুধবার ৬২ জনের নমুনা পরীক্ষায় তিনিসহ ৪৫ জনের করোনা পজেটিভ এসেছে। এছাড়া, গত মঙ্গলবার ৩৮ জনের নমুনা পরীক্ষায় ২০ জন সংক্রমিত হন। ৭ জুলাই পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাসা-বাড়ীতে মোট চিকিৎসাধীন রয়েছেন ২২৩ জন।