মঈন উদ্দিন, ফুলতলা
ফুলতলা থানা পুলিশ বৃহস্পতিবার উপজেলার ডাউকোনা গ্রাম থেকে ১৫ গ্রাম গাঁজাসহ এজাজ হোসেন নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল বৃহঃস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ডাউকোনা গ্রামের এজাজ হোসেনের শশুর বাড়ি এলাকার আদিল উদ্দিনের বাড়ির সামনে থেকে ১৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। সে যশোর জেলার অভয়নগর উপজেলার বারান্দি গ্রামের আজাহারুল ইসলামের পুত্র।
এ ব্যাপারে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং- ০৫, তারিখ- ০৮/০৭/২১ ইং) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।