প্রধানমন্ত্রীকে কোরবানীর জন্য গরু উপহার দিতে চাই ঝিকরগাছার সাইফ

0
146
Exif_JPEG_420

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

প্রধানমন্ত্রীকে কোরবানীর জন্য গরু উপহার দিতে চাই ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শহিদুল ইসলামের ছেলে সাইফুর রহমান সাইফ। এবিষয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক’র সহযোগীতা চেয়ে একটি লিখিত আবেদন দিয়েছেন তিনি।

ঘটনারা বিষয়ে জানতে চাইলে সাইফুর রহমান সাইফ বলেন, আমি আমার পক্ষ হতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার বাড়িতে পোষা সাড়ে ৩বছর বয়সের প্রায় ১৫মন ওজনের একটি ষাড় গরু কোরবানী করার জন্য উপহার দিতে চাই।

২০১৭ সালে আমি তখন থাকি নারায়নগঞ্জ-এর সিদ্ধিরগঞ্জ থানার চৌধুুরি বাড়ীর বৌ বাজারে থাকতাম। হঠাৎ আমার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মাওয়া ঘাটে গিয়ে ছিলাম তখন ঘাট কর্তৃপক্ষ আমার নিকট হতে টিকিটের মূল্য ছাড়াও অতিরিক্ত অর্থ গ্রহণ করে। আমি বলেছিলাম পদ্মা সেতু হলে আর বেশি টাকা নিতে পারবেন না। এ কথা শুনে তারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তখন আমি মনে মনে নিয়েত করি পদ্মা সেতু তৈরি হয়ে গেলে আমি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানী করার জন্য একটি ষাড় গরু উপহার দিবো। এইজন্য আমি উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসেছি একটু সহযোগীতা নিয়ে আমি আমার ষাড় গরুটি পাঠাতে চাই।

উপজেলা নির্বাহী অফিসার অফিসার মাহবুবুল হক বলেন, বর্তমানে করোনা মহামারী পরিস্থিতিতে আমাদের অনেক আনন্দ উৎসব যথাযথ ভাবে আমরা পালন করতে পারছি না। তবে পদ্মা সেতু আমাদের আবেগকে তাড়িত করে এবং প্রধানমন্ত্রীর প্রতি সবসময়ই আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধাবোধ রয়েছে। দলমত নির্বিশেষে ১৭কোটি বাঙালীর প্রাণে  প্রধানমন্ত্রীর জন্য এই ভালোবাসা ও শ্রদ্ধা আছে। আমারই কর্মস্থলের এলাকার একটি ছেলে সাইফুর রহমান সাইফ’র এই ভালোবাসা ও শ্রদ্ধা থেকে তিনি একটি ষাড় গরু  প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য আবেদন দাখিল করেছেন।

আবেদনটি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিবে। উর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here