বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রমে অস্ত্র বেচাকেনার সময় ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এ সময় মাজহারুল ইসলাম মিন্টু নামে (৪৩) একজন অস্ত্র ব্যবসায়িকে আটক করে বিজিবি। বৃহস্পতিবার সকালে থানার বালুন্ডা গ্রামের বাবুর বাড়ির পিছনে এঘটনা ঘটে।
অস্ত্র ব্যবসায়ি মাজহারুল ওই গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।
পুটখালী ক্যাম্পের সুবেদার মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুন্ডার বাবুর বাড়ির পিছনে আকস্মিক অভিযান চালিয়ে পিস্তল গুলি সহ মিন্টুকে আটক করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।