অভয়নগরে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৬, নতুন আক্রান্ত ৩৮ জন

0
134

কামরুল ইসলাম, অভয়নগর

অভয়নগরে করোনায় আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বার্তায় জানা গেছে, উপজেলার পুড়াখালী গ্রামে হাসান তারেক (৩৫) করোনা উপসর্গে মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পথে মারা যায়। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়েছে। এ নিয়ে উপজেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১ হাজার ৩৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৭ জন এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আছে ৩২ জন। ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে এবং বাকি রোগী হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here