শ্যামল দত্ত, চৌগাছা
যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালতে ৩ জন মটোর সাইকেল আরোহী কে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার সমায় শহরের শনু ডাক্তারের মোড়ের সামনে অভিযান চালিয়ে ৩ জন মটোর সাইকেল আরোহী হেলমেট ও ২জন করে বহন করায় ৩ জনকে ১৫০০/= টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনমুল হক এই আদালত পরিচালনা করেন। এসময় সেনা বাহীনির ক্যাপ্টেন নেতৃত্বে একপ্লাটুন সেনা সদস্য, বিজিবির হাবিলদারের নেতৃত্বে বিজিবির একটি দল, চৌগাছা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান নেতৃত্বে পুলিশ সদস্যরা ও চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্নসাধারণ সম্পাদক এ্যাডমিরাল আজিজুর রহমান, চৌগাছা উপজেলা রোবার স্কাউডের সদস্য আশিকুল ইসলাম মিতুল, সজিব বাবু, তারেক হাছান, নিহীদ হাছান তার সাথে ছিলেন।
ভ্রাম্যমান আদালতে চৌগাছা বাজারের তবিবর রহমান(৪৯) ৫০০/=টাকা, গোবিন্দ (৩০) ৫০০/=টাকা, তবিবর রহমান (৩২) ৫০০/=টাকা জরিমানা করা হয়।