আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে সড়কে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে কর্মরত পুলিশ কনষ্টেবল অসুস্থ হয়ে পড়লে টেষ্টে তিনি করোনা পজেটিভ হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার সকালে আশাশুনি থানার কনস্টেবল তুহিন আলম কুল্যার মোড়ে মেইন সড়কে লকডাউন বাস্তবায়নে দায়িত্বরত ছিলেন। তার সামান্য সর্দি-কাশি ছিল। হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে গেলে তাকে স্থানীয় একটি কিনিকে নেওয়ার পর আশাশুনি হাসপাতালে পাঠানো হয়। সেখানে “র্যাপিড এন্টিজেন টেস্ট” করানো হলে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, কনস্টেবল তুহিনের করোনা পজেটিভ হওয়ায় তাকে হোম কোয়ারিনটিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাকে সুচিকিৎসা করা হচ্ছে। আমরা থানার সবাই সতর্কতার সাথে কাজ করবো। তবে চলমান কার্যক্রম দেশের তথা জনগণের স্বার্থে অব্যাহত থাকবে।