আব্দুল জাব্বার, শৈলকুপা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন বিশ্বাস বিল্ডার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল। করোনাকালীন সময়ে তিনি ৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন।
বুধবার বেলা ১২ টায় তার ছোট ভাই বিশ্বাস বিল্ডার্স লিঃ পরিচালক ও আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন এর কাছে অক্সিজেন এই সিলিন্ডার হস্থান্তর করেন।
ডা. রাশেদ আল মামুন বলেন, এই করোনা মহামারীর সময় সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে করোনা রোগীরা ভাল সেবা পেতে জীবন বাঁচবে অনেক মুমূর্ষ রোগীর তাই সমাজের সকল বিত্তবানদের প্রতি আহ্বান এই কঠিন সময়ে শৈলকুপার মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও ষ্টাফ ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।