যশোরে নতুন করে ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩৭৩

0
144

মোকাদ্দেছুর রহমান রকি

যশোরে বুধবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩শ’ ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছে।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার ৭ জুলাই সকাল থেকে গত ২৪ ঘণ্টায় জেলার ১ হাজার ২০ জনের নমুনা পরীক্ষায় ৩শ’ ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৬.৫৬ শতাংশ। নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনা রোগী ছিলেন। বাকি ৮ জনের উপসর্গ ছিল।

বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২শ’ ৪৩ জন। এপর্যন্ত শনাক্ত হয়েছে ১৪ হাজার ১শত ৭০ জন, সুস্থ্য হয়েছেন ৮হাজার ৯শ’ ৫৭ জন। মারাগেছে ১শ’ ৮৭ জন। গত ২৪ ঘন্টায় যশোর জেনারেল হাসপাতালে মারাগেছে ১৪ জন, করোনা ও উপসর্গ রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ২শ ৩ জন, অভয়নগর উপজেলায় ৫২জন, ঝিকরগাছা উপজেলায় ৩০জন, মনিরামপুরে ২৭ জন, কেশবপুরে ২৬ জন, শার্শায় ১৯জন, বাঘারপাড়ায় ১২ জন ও চৌগাছা উপজেলায় ৪জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here