“বাংলার রাজদূত” এক নজর দেখার জন্য বাড়িতে ভীড় জমে পড়েছে

0
134

এস এম মুস্তাইন, বসুন্দিয়া

যশোরে বাংলার রাজ দ্রুত নামের গরুটি এক নজর দেখার জন্য প্রতি দিন মানুষের ঢল নেমে আসছে। যার উচ্চতা ৬ ফুট, লম্বা প্রায় ১১ ফুট। ওজন ১৬০০ কেজি। গরুটির মালিক শখের বিষয়ে নিজ বাড়িতে লালন পালন করেছেন। কোরবানী ঈদে গরুটি উপযুক্ত মূল্য পেলে বিক্রি করবেন বলে সাংবাদিকদের জানান।

খুলনা মেডিকেল কলেজের প্রভাষক, যশোর সদর উপজেলার ১০ নং চাচড়া ইউনিয়নের ৪ ওয়ার্ডের মাহিদিয়া গ্রামের সৌমিক আহমেদ সাগর। তিনি আরো বলেন গরুটি পালন করে সফল হয়েছেন। যার জন্য অনেক স্বপ্ন বা পরিকল্পনা রয়েছে। আশা করছেন ভবিষ্যতে গরুর খামার করার চিনি ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here