আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যায় করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া চা বিক্রেতাদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় কুল্যা ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ইউনিয়নের ২০০ জন চা বিক্রেতাদের মাঝে এ নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম এর ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ অর্থ সহায়তা জনপ্রতি ৫০০ টাকা করে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান।
কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সভাপতিত্বে এসময় ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, নজরুল ইসলাম, উত্তম দাশ, বিশ্বনাথ সরকার, আনোয়ারা খাতুন, শামীমা সুলতানাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।