বিশেষ প্রতিনিধি
বেগম হামিদা রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। গত বছরের ৮ জুলাই যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ইন্তেকাল করেন। দ্যা নিউ এইজের যশোর প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ তার ছোট ছেলে।
তিনি ছিলেন শিল্পশহর নওয়াপাড়ার ঐতিহ্যবাহী মৌলভী বাড়ির বড় সন্তান মরহুম শেখ মুহাম্মদ আব্দুর রহমানের পতœী। প্রখ্যাত বুযুর্গ হযরত মৌলভী আবুল কাসিমের কারণে এ পরিবারটি মৌলভী বাড়ি হিসেবে পরিচিতি পায়। নওয়াপাড়ার আদী পীর সাহেব হযরত খাজা মুহাম্মদ আলী শাহকে তিনি নওয়াপাড়ায় আনেন। বেগম হামিদা রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের পক্ষ থেকে মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করা হয়েছে।