করোনা ভাইরাসে বিপর্যস্থ যশোর। চারিদিকে হাহাকার সেই সাথে চলছে অক্সিজেন সংকট। তাই মানুষকে বাঁচানোর জন্য মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এসএসসি-৯২ ব্যাচের বন্ধুরা। আজ (মঙ্গলবার ৬ জুলাই) বেলা ২টার দিকে মৈত্রী ভলান্টিয়ার্সের কাছে তারা ৫টি অক্সিজেন সিলিন্ডার ও দুই কার্টুন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।
এসময় এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে সাইদুজ্জামান সৈকত, জাফর ইকবাল, তুষার ও হুমায়ুন কবিরের নেতৃত্বে মৈত্রী মানবিক সহায়ক কমিটির আহবায়ক অ্যাড. মাহমুদ হাসান বুলু ও সদস্য সচিব মামুনুর রশীদের কাছে অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।
এসময় নেতৃবৃন্দ এসএসসি-৯২ ব্যাচকে অভিনন্দন জানিয়ে বলেন, এভাবে সমাজের সর্বস্তরের মানুষ যদি এগিয়ে আসে তাহলে এই চলমান সংকট আমরা সুন্দরভাবে মোকাবেলা করতে পারবো।
প্রেস বিজ্ঞপ্তি