ফুলতলা প্রতিনিধি
মঙ্গলবার দুপুর দেড়টায় ফুলতলা বাজারে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে ৪ জন ব্যবসায়ীকে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। অফিসসুত্রে জানা যায়, বাজারে নিয়ম বর্হিভূতভাবে দোকান খুলে রাখার দায়ে হারুন অর রশিদকে ৫’শ, মহাসিনকে ১ হাজার, মিলনকে ৫’শ ও মোশারেফকে ১ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।