কামারখালী ইউনিয়নে জলাবদ্ধতা

0
168

সহিদুল ইসলাম, মধুখালী

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর হিন্দুপাড়া, দাসপাড়া, বণিকপাড়া, ইউনিয়ন পরিষদপাড়া, মছলন্দপুর ব্যাপারী পাড়া সহ আরও গ্রাম বিগত কয়েক দিনের বৃস্টির কারনে গ্রামগুলো জলাবদ্ধতা হয়ে গেছে ফলে জনগনের চলাচলের কঠিন সমস্যা হয়ে পড়েছে। গ্রামের কিছু মানুষের রেষারেষির কারনে মানুষের এই সমস্যা।

এ ব্যাপারে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম এই ভুক্তভোগী গ্রামের মানুষ নিয়ে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ^াস (বাবু)এর নিকট এলে কামারখালী ইউনিয়ন পরিষদ বর্গের ইউপি সদস্যদের ও গ্রামের মানুষের মধ্যে সোমবার (৫ জুলাই) পরিষদে বসে আলাপ আলোচনা করে পানির জলাবদ্ধতা নিরসন করলেন রাস্তা কেটে কালভাট বসিয়ে। সবাই মিলে মিশে জলাবদ্ধ পানি বের হওয়ার জন্য রাস্তা কেটে কালভাট বসানোর ব্যবস্থা করে সরকারী খালের সাথে সংযোগ করে দিলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here