আ. সবুর আল আমীন, কপিলমুনি
কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের মামুদকাটি গ্রামের মৃতঃ সূর্যকান্ত বিশ্বাসের ছেলে রনজিত বিশ্বাস (৪০)। কয়েক দিন আগে তার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় ১ জুলাই তার পজেটিভ শনাক্ত হয়। এরপর স্থানীয় জনৈক বাসুদেব ডাক্তারের তত্ত্বাবধানে বাড়িতেই তার চিকিৎসা চলছিল।
শনিবার (৩ জুলাই) তার অবস্থার অবনতি হলে খুলনায় নেয়ার জন্য এ্যাম্বুলেন্সসহ কোন বাহন না পাওয়ায় তার আর বাইরে নেয়া হয়ে ওঠেনি। এরপর গত রবিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, মৃত রনজিত ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট। বড় ভাই গত হযেছেন আরো আগে। মৃত্যুকালে রনজিৎ স্ত্রী লক্ষèী রাণী (২৮) ও একমাত্র সন্তান পাখি (৭) সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তবে আগ্রাসী করোনায় তার মৃত্যু হওয়ায় সৎকারে আপনজনদের কেউ এগিয়ে আসেনি। লাশ বহনে স্বজনদের কাঁধে চড়ে নয়, শব যাত্রা হয় ডোমদের সাহায্যে ভ্যানে করে শ্মশান পর্যন্ত। এরপর চিতা সাজানো থেকে মুখাগ্নী পর্যন্ত সব কাজ সারেন তারাই। এ যেন করোনার কাছে মানবতার পরাজয়!