আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা

0
122

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার উপজেলার বিভিন্ন স্থানে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ আইনের ২৪ ধারায় মহেশ্বরকাটি বাজারের মিষ্টির দোকান মালিক সজীব ঘোষকে ৫০০ টাকা এবং কচুয়া গ্রামে আকাশ ষ্টোর এর মালিক উত্তম ঘোষকে ৫০০ টাকা, সর্বমোট ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া বুধহাটা বাজার, কুল্যা-গুনাকরকাটি বাজার, কাদাকাটি বাজার, দরগাহপুর (দগাহপুর-বাঁকা সীমান্ত ব্রীজ), তেঁতুলিয়া, বড়দল বাজার (বড়দল-পাইকগাছা সীমান্ত ব্রীজ), গোয়ালডাঙ্গা বাজার হয়ে আশাশুনি বাজার পর্যন্ত সড়কে ও বাজারে টহল ও অভিযান পরিচালনা করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here