আশাশুনি প্রতিনিধি
আশাশুনি থানা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে গত শনিবার বিকালে এসআই আমিনুর ইসলাম অভিযান চালিয়ে খাজরা ইউনিয়নের গজুয়াকাটি গ্রামের ধীরেন্দ্র নাথ সানার পুত্র কৃষ্ণপদ সানাকে ২টি গাঁজা গাছসহ আটক করেন।
এএসআই কায়সারুল ইসলাম পৃথক অভিযানে আশাশুনি থানার দায়েরকৃত ০২(৭)২১ নং নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামী বকচর গ্রামে জহুরুল ইসলাম সরদারের পুত্র হাসান সরদার ও শ্রীউলা গ্রামের বাহাদুরের পুত্র মাদক ব্যবসায়ী হাফিজুল ইসলামকে ৩০গ্রাম গাজাসহ আটক করেন। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬(৭)২১নং মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।