মোকাদ্দেছুর রহমান রকি
সংক্রমন করোনা ভাইরাসে যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১শ’ ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ সাংবাদিকদের জানিয়েছেন, রোববার সকাল থেকে বিগত ২৪ ঘণ্টায় জেলার ৫শ’ ৭২ জনের নমুনা পরীক্ষায় ১শ’ ৯৫ জনের শরীরে সংক্রমন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ। এ সময় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন করোনা আক্রান্ত এবং বাকি ১০ জনের উপসর্গ ছিল।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২শ’ ১৬ জন। এ পর্যন্ত যশোর জেলায় সংক্রমন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬৯ জন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারাগেছে ১৭ জন করোনা ও উপসর্গে মৃত্যু হয়েছে।
এছাড়া, ১শ’ ৯৫ জন করোনা শনাক্তের মধ্যে রয়েছে যশোর সদর উপজেলায় ৮৫ জন, কেশবপুরে ৬ জন, ঝিকরগাছায় ৩২ জন, অভয়নগরে ৪৭ জন, মনিরামপুরে ৩ জন, বাঘারপাড়ায় ৯ জন, শার্শায় ৩ জন, চৌগাছায় ১০ জন। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে যশোরে সারা দেশের ন্যায় লক ডাউনের ৪র্থ দিন রোববার পালিত হয়েছে।
জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিয়েছেন যাতে যশোর এলাকায় অবাধে যাতায়াত করতে পারেনা জন সাধারণ। তাছাড়া, মাস্ক বিহীন বাইরে বের হলে তাকে জরিমানা করা হচ্ছে।