সহিদুল ইসলাম, মধুখালী
গত শুক্রবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামের ৮জন দিনমুজুর সহ ১জন শিশু মোট ৯ জন বকসিপুর চরে নৌকায় চড়ে ডুবন্ত বাদাম তোলার জন্য যায়। বাদাম তোলে আসার সময় নৌকা ডুবে যায়।
নৌকা ডুবে গেলে সংবাদ পেলে আশেপাশে লোকজনের মাধ্যমে হাবুডুবু খেয়ে শিশু বাচ্চা (সিহাব) (৬) সহ ৮জন উদ্ধার হয়। মধুখালী ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন ও খুলনার ডুবুরী এসে আজ পর্যন্ত মনিরুল ইসলাম (৩৫) পিতাঃ জমির হোসেন কে উদ্ধার করতে পারে নাই। আর ইসলাম পিতাঃ মৃতঃ মোতালেব, খোকন (৩০), পিতাঃ সাঈদ রাসেল (২৫) ফুল মোল্যা, জামির (৩০) শামিম উভয় পিতা হারুন মোল্যা (২০) এর উদ্ধার করা হয়। এর মধ্যে আশরাফুল ইসলাম (২৮) পিতাঃ আসাদুল ইসলাম মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের বাড়ী সবার বাড়ী চরপুখুরিয়া গ্রামে। সংবাদ শুনে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ^াস(বাবু) সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।