কামারখালী কাচাবাজার হরতাল

0
158

সহিদুল ইসলাম, মধুখালী

দেশে করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে কাচামালের বাজার ও মাছের বাজার অন্যত্র সড়ানোর জন্য পুলিশ প্রশাসন ও বাজার বণিক সমিতি আইন করলে মাছের বাজার অন্যত্র ইলিশের আড়তে গেলে কাচাবাজার অন্যত্র যেতে অস্বীকার করে তাই তারা ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের কাচামালের ব্যবসায়ীবৃন্দ শনিবারে হরতালের ডাক দিয়েছে। তারা বলেন আমরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করোনা কালীন সময়ে খোলা রাখতে রাজী।

তবে অন্যত্র নয় আমাদের দোকানে আমরা স্বাস্থ্যবিধি মেনে দোকানে মালামাল বেচাকেনা করবো। নচেৎ ন্।া একজন ব্যবসায়ীর সাথে আলাপ করে জানা যায় তাদের দোকান নিয়ে তারা কোথাও যাবে না তাদের অনেক সমস্যা বলে দাবী জানান। তারা আরও জানা আমাদের এই দাবী অব্যাহত থাকবে। এই প্রসঙ্গে ভুক্তভোগী বলেন বাংলাদেশের বেশীর ভাগ মানুষ যেহেতু দিনমুজুর সেই হিসেবে সরকারী নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল কাচা মালের দোকান খোলা রাখার জন্য সরকারী প্রশাসনের নিকট জোরালো দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here