সহিদুল ইসলাম, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বিশিষ্ঠ ঔষধ ব্যবসায়ী মাসুদুর রহমান বিশ্বাস এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন নাহার (মিলি)’র এক ছেলে এক মেয়ে।
তার একমাত্র মেয়ে ফরিদপুর অগ্রনী ব্যাংক এজিএম অফিসের ব্যাংক কর্মকর্তা অবিবাহিত মেহের আফরোজ (শাওন) (৩৩) গত-০৩-৭-২০২১ইং তারিখ শনিবার বেলা ৩.৩০মিনিটের সময় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যান (ইন্না লিল্লাহি——রাজেউন)।
তার এক ছেলে এক মেয়ে রবিবার সকাল ৮টায় গ্রামের বাড়ী ডুমাইন কেন্দ্রীয় শাহী জামে মসজিদে জানাযা শেষে ডুমাইন কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার এই অকাল মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার আআত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী।