মণিরামপুর প্রতিনিধি
কেককাটার মধ্যদিয়ে গত বৃহস্পতিবার যশোরের মণিরামপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দুপুরে মণিরামপুর প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান আযম কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সহ-সভাপতি ও পত্রিকাটির উপজেলা প্রতিনিধি জি, এম ফারুক আলম, সাবেক সহসভাপতি আব্দুল মতিন, অর্থ সম্পাদক ডা. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ্বাস, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, আইসিটি সম্পাদক শফিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী সদস্য সহকারি অধ্যাপক হোসাইন নজরুল হক, সদস্য ইলিয়াস হোসেন, প্রভাষক সঞ্জয় কুমার দে, তাজাম্মুল হুসাইন প্রমুখ।