ফুলতলা প্রতিনিধি
শুক্রবার বেলা ১১ টায় ফুলতলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে সর্বমোট ৮ হাজার ১’শ টাকা জরিমানা ধার্য ও আদায় করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস।
অফিসসুত্রে জানা যায়, নিয়ম বর্হিভূতভাবে দোকান খুলে রাখায় ব্যবসায়ীকে, মাস্ক ছাড়া চলাফেরা করায় পথচারীকে এবং মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় চালককে এই জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় সেনাবাহিনীর মোবাইল টিম ও ফুলতলা প্রেসকাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।