মঈন উদ্দিন, ফুলতলা
শনিবার ফুলতলা ও শিরোমনি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে ৬ হাজার ৭’শ টাকা জরিমানা ধার্য ও আদায় করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস।
অফিসসুত্রে জানা যায়, নিয়ম বর্হিভূতভাবে দোকান খুলে রাখা ও পথচারীরা মাস্ক ছাড়া চলাফেরা করায় এ জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় সেনাবাহিনীর মোবাইল টিম ও ফুলতলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।