আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার উত্তর বড়দলে বজ্রপাতে এক ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে চাঁদখালি খেয়াঘাট সংলগ্ন এলাকায় মৎস্য ঘেরের বেড়ীবাধে এ দূর্ঘটনাটি ঘটে। জানাগেছে, উত্তর বড়দল গ্রামের আমজাদ শেখ এর ছেলে আব্দুল কাদের (৩৬) ইটভাটায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল।
এসময় চাঁদখালি খেয়াঘাট সংলগ্ন এলাকায় মৎস্য ঘেরের বেড়ীবাধের উপর পৌছালে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।