ফুলতলায় ৪৭ রাউন্ড পিস্তলের কার্তুজসহ গ্রেফতার ১

0
127

মঈন উদ্দিন, ফুলতলা

ফুলতলা থানা পুলিশ উপজেলার যশোর খুলনা মহাসড়কে মিমু জুট মিল এলাকার রবীন্দ্র কমপ্লেক্স সড়কের সামনে থেকে ৪৭ রাউন্ড .২২ বোর পিস্তলের কার্তুজসহ ইসরাফিল সরদার (১৯) নামের এক আসামীকে গ্রেফতার করেছে।

থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যশোর খুলনা মহাসড়কে মিমু জুট মিল এলাকার রবীন্দ্র কমপ্লেক্স সড়কের সামনে থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৪৭ রাউন্ড .২২ বোর পিস্তলের কার্তুজ বিক্রয়কালে নাউদাড়ী গ্রামের ইউনুস আলী সরদারের পুত্র ইসরাফিল সরদারকে গ্রেফতার করে।

এ সময় অন্য আসামী একই গ্রামের ওসমান মহলদারের পুত্র শাহীন মহলদার (২১) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা (নং- ০১, তারিখ- ০৩/০৭/২১ ইং) দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী ইসরাফিল সরদার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে তার স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। পুলিশ আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here