ফুলতলা প্রতিনিধি
ফুলতলায় করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ছে এখন প্রায়শই। শুক্রবার করোনা আক্রান্ত হয়ে হয়ে মুত্যবরণ করেছে ফুলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহেশ কুন্ডুর একমাত্র পুত্র বিবেক কুন্ডু (৪৭)।
পারিবারিকসুত্রে জানা যায়, গত ২০ জুন বিবেক করোনা আক্রান্ত হয়। পরে, তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বিকেল ৪ টায় শিকিরহাট শশ্মানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। তারা মুত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌর হরি দাস, সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরাসহ নেতৃবৃন্দ।
প্রতিদিনই বাড়ছে ফুলতলার করোনা আক্রান্ত রোগির সংখ্যা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিঠুন বাজাদুরের সাথে কথা বললে তিনি জানান, গত বৃহঃস্পতিবারের রিপোর্ট অনুসারে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংগৃহীত নমুনায় ৭৮ জনের মধ্যে ১৯ জনের করোনা পজেটিভ ফলাফল আসে। সরকারের নতুন ঘোষিত শাটডাউনে করোনার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আসতে পারে বলে বিশিষ্টজনের ধারনা।