সহিদুল ইসলাম, মধুখালী
দেশে করোনা ভাইরাস প্রতিরোধে করোনার হার নি¤œগতি আনার লক্ষে সারা দেশের ন্যায় ০১-০৭-২০২১ইং তারিখ বৃহস্পতিবার থেকে লকডাউনে মধুখালী উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা প্রশাসন, থানা পুলিশ কর্মকর্তা ও পুলিশগন, আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠনের রাজ নৈতিক নেতৃবৃন্দসহ সচেতন সুধী সমাজ এবং গ্রাম পুলিশগন মধুখালী উপজেলা সহ মধুখালী উপজেলার প্রধান সড়কে, প্রধান প্রবেশ পথে ও পৌরসভা সহ সকল ইউনিয়নে হাটে-বাজারে এবং গুরুত্বপূর্ণস্থানে কঠোর ও কঠিন ভাবে দায়িত্ব পালন করছে।
দেখা যায়, মধুখালী থানার মধুখালী সার্কেল এর সহকারী সিনিয়র পুলিশ সুপার সুমন কর, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রথীন্দ্রনাথ তরফদার, এসআই আলমগীর হোসেন, এসআই লিটন হোসেন সহ মধুখালী থানার সকল এসআই এ.এসআই পুলিশফোর্স, গ্রামপুলিশ নিয়ে মধুখালী উপজেলায় ও পৌর সভায় এবং মধুখালী উপজেলাধীন সকল ইউনিয়নে, হাটে বাজারে, গ্রামে-গঞ্জে লকডাউনে অগ্রনী ভূমিকা পালন করছেন।