আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের নব-গঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি ও শ্রীউলা ইউপির চেয়ারম্যান প্রার্থী দিপংকর বাছাড় (দিপু) এর সভাপতিত্বে এসময় কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক অজিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, সহকারী শিক্ষক আবু হাসান, অবসারপ্রাপ্ত শিক্ষক আরশাদ আলী মোড়ল, সমাজসেবক শওকত হোসেন, ইউপি সদস্য মজিদা খানম, যুবলীগ নেতা আলাউদ্দীন লাকী, শিক্ষক শামীমুজ্জামান পলাশ, যুবলীগ নেতা মুকুল হোসেনসহ শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।