বিশেষ প্রতিনিধি
জাল টাকা নিয়ে বিকাশ করতে এসে জনগনের হাতে তরিকুল ইসলাম নামে এক যুবক ধরা পড়েছে। সে যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত মনির উদ্দিন বিশ^াসের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
সদর উপজেলার পালবাড়ি কবরস্থান রোডের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে আশরাফুল আলম জানান, মঙ্গলবার ২৯ জুন সকালে শহরতলী পালবাড়ী তেঁতুলতলা মোড়স্থ আশরাফিয়া কম্পিউটারের দোকানে তরিকুল ইসলাম আসেন।
তিনি উক্ত কম্পিউটারে দোকানের পাশাপাশি বিকাশের লেনদেন থাকায় তরিকুল ইসলাম ২ হাজার টাকা বিকাশ লেনদেন করার জন্য দিলে আশরাফুল আলমকে দেয়। টাকা হাতে পেয়ে আশরাফুল আলম তরিকুল ইসলামকে জাল টাকার বিষয় জিজ্ঞাসাবাদ করে।
তরিকুল ইসলাম কোন যুক্তিসঙ্গত কারণ দিতে না পারায় সন্দেহের সৃষ্টি হয়। আশপাশের লোকজন ডেকে তরিকুল ইসলামকে আটক করে। পরে জরুরী সেবা ৯৯৯ ফোন করলে কোতয়ালি মডেল থানা থেকে একদল পুলিশ এসে তরিকুল ইসলামকে দু’টি ১ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করে। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা হলে তাকে আদালতে সোপর্দ করে।