বেনাপোল প্রতিনিধি
করোনা সংক্রামণ এর লকডাউন চলাকালীন সময় এবং সরকারের নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিস্তি আদায় করছে এনজিও সংস্থা। বুধবার পৌর সভার ২ নং ওয়ার্ড নামাজগ্রামে ফতেমা বেগমের বাড়িতে কিস্তি আদায় করে বেসরকারী এনজিও সংস্থা আশা। এসময় বেনাপোল পৌর সভায় ওই কিস্তি আদায়ের সংবাদ গেলে তাৎক্ষনিক প্যানেল মেয়রকে ব্যবস্থা নিতে বলেন মেয়র আশরাফুল আলম লিটন।
পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু তাৎক্ষনিক নামাজগ্রামের ওই বাড়িতে যেয়ে কিস্তি আদায় বন্ধ করে দেয়। আশা এনজিওর কর্মীকে প্যানেল মেয়র বলেন সরকার ঘোষনা দিয়েছে দুই মাসের মধ্যে কোন কিস্তি আদায় করা যাবে না। আপনি কেন এসেছেন? জবাবে ওই এনজিও কর্মী আব্দুস সালাম বলেন, আমরা অফিসে ম্যানেজারকে বলা সত্বেও সে আমাদের সাথে খারাপ আচারন করে মাঠে পাঠায় কিস্তি আদায় করতে।
স্থানীয়রা জানায় ওই গ্রামের আরো দুটি কেন্দ্রে কিস্তি আদায় চলছিল। এসময় কর্মীকে জবাবদীহিতার খবর পেয়ে অন্য কর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা আক্তার, স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান।