সাংবাদিক ইউনিয়ন যশোরের অসুস্থ তিন নেতার সুস্থতায় দোয়া কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত কয়েক দিন ধরে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সিনিয়র সদস্য বিএম আসাদ ও জুয়েল মৃধা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। এরমধ্যে সাংবাদিক জুয়েল মৃধাকে উন্নত চিকিৎসার জন্য আজ যশোর ইবনে সিনা হসপিটাল থেকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন তৌহিদ জামান ও বিএম আসাদ নিজ বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ তাদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি এম আইউব, সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।
প্রেস বিজ্ঞপ্তি