সহিদুল ইসলাম, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে গড়াই নদীর গন্ধখালী সীমানায় বাধের কাজ প্রায় শেষের পথে ফলে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়ক ইউনুচ আলী মৃধার বাড়ীর সামনে মেরামত অতি জরুরী। কারন এই সড়ক জনবহুল সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পায়ে হাটা চলাচল সহ বিভিন্ন যানবাহনে চলাচল করে বিভিন্ন অফিস আদালত এবং বিভিন্ন স্থানে আসা যাওয়া করে।
দেখা যায় এই মূহুর্তে জিও ব্যাগের তিন লাইন পর্যন্ত মাটি চাপা দিয়ে সড়ক করা ্একান্ত প্রয়োজন। তা না হলে এই অবস্তায় এর উপর দিয়ে মানুষ যানবাহন নিয়ে চলাচল করতে পারবে না আর করলে আস্তে আস্তে জিও ব্যাগ ছিড়ে যাবে। বর্তমান বৃস্টির দিন সড়ক কাদা হয়ে যাবে তখন চলাচলের চরম সমস্যা হবে এবং যে কোন মূহুতে বিপদ ঘটবে। তাই স্থানীয় সরকারের নিকট ভুক্তভোগীদের আকুল আবেদন সকলের চলাচলের সমস্যার কথা চিন্তা করে অচিরেই এই সড়কটি মেরামত করা হোক।