সহিদুল ইসলাম, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার সালামতপুর বিট্রিশ সরকারের আমল থেকে খেওয়াঘাট চালু। ঘাটটি বিট্রিশ সরকারের আমল থেকে কামারখালী ইউনিয়ন নিয়ন্ত্রন করে। তাই এই খেওয়াঘাট নিয়ে মাগুরা জেলার ওপার রায়পুর গ্রামের কিছু প্রভাবশালী লোকের সাথে ঘাট পারা পারের দেনা পাওনা নিয়ে এপার কামারখালী ইউনিয়নের সালামতপুর ঘাটের মাঝিদের সাথে দীর্গদিন বিরোধ চলে আসছে বলে বিশ^স্তসূত্রে জানা যায়।
আরও জানা যায় তারা এপার মাঝিদের উপর ঘাট অর্ধেক দাবী করে যেটা পূরন করতে ধীরেন সরকার অস্বীকার করলে বিভিন্ন পন্থা অবলম্বন করে ঘাট ক্ষমতার দাপটে ঘাট বন্ধ করে দেয়। বর্তমান এই খেওয়াঘাট প্রায় ১মাস বন্ধ আছে।
যা প্রশাসন ছাড়া কোন ক্রমে এই খেওয়াঘাট চালু করা সম্ভব নয় বলে ভোক্তভোগীরা মনে করেন। তবে সচেতন নাগরিকরা মনে করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি এই ঘাটে ব্রীজ করে দেয় তাহলে কোন ক্রমে এই দ্বিধা দ্বন্ধ থাকবে না নচেৎ সুশাসন ও নীতি-নির্ধারনের অভাবে নিরাপদ ঘাট না হয়ে ভয়ংকর ঘাটে পরিনত হয়ে যাবে।