এম এম নুর আলম, আশাশুনি
আশাশুনি উপজেলার কাদাকাটিতে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া সেলুন ব্যবসায়ী ও চা বিক্রেতাদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাদাকাটি ইউনিয়ন পরিষদ পরিষদ চত্বরে ইউনিয়নের ২০০ জন সেলুন ব্যবসায়ী ও চা বিক্রেতাদের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ অর্থ সহায়তা জনপ্রতি ৫০০ টাকা করে বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার। এসময় ইউপি সচিব মনজুরুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।