এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

0
138

বিশেষ প্রতিনিধি

কোতয়ালি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রামনগর ইউনিয়নের কালীতলা বটতলা নীচ থেকে এক কেজি গাঁজাসহ বোরহান উদ্দিন নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে সদর উপজেলার কামালপুর দক্ষিণ পাড়ার নূরুল ইসলামের ছেলে। এসময় তার সহযোগী কামালপুর পশ্চিম পাড়ার তবিবুর রহমানের ছেলে মুকুল হোসেন পালিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

কোতয়ালি মডেল থানার একজন এসআইসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পান যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা রাজারহাট টু মণিরামপুর সড়কের কালীতলা বটতলা নীচে মাদক বিক্রেতা গাঁজা নিয়ে বেচাকেনার জন্য অপেক্ষা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৮ টার পরপর সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা বোরহান উদ্দিন ও মুকুল হোসেন দ্রুত পালানোর এক পর্যায় বোরহান উদ্দিনকে ধরে ফেলে। এসময় বোরহান উদ্দিনের কাছে থাকা একটি বাঁশপাতা শপিং ব্যাগের মধ্যে থাকা ১ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here