সহিদুল ইসলাম, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের প্রধান একটি গ্রাম নিশ্চিন্তপুর গ্রাম। এই গ্রামে ঢোকার প্রধান রাস্তাটি হাফিজুর রহমান এর বাড়ী হইতে জুলহাস এর মোড় পর্যন্ত আজও কাচা রয়ে গেছে। এই রাস্তা দিয়ে বৃষ্ঠির দিনে মানুষ চলাচল করতে পারে না। বৃস্টির দিনে পানি জমে রাস্তা কাদা হয়ে মানুষের চলাচলে চরম সমস্যা হয়ে যায়। তখন ভোগান্তি আর ভোগান্তি।
তাছাড়া স্কুল চলাকালীন সময়ে স্কুলে যাওয়ার সময় ছোট ছোট শিক্ষার্থীরা বই-খাতা নিয়ে পানির ভিতর পড়ে হাবু ডুবু খায়। তাই এই গ্রাম ঘুরে গ্রামবাসী ও এই গ্রামের ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকনের মাধ্যমে জানা যায় ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল, মধুখালী উপজেলা প্রানের চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম (মাসুম) এর নিকট তাদের প্রানের দাবী সকল পরিস্তিতি বিবেচনা করে এই কাচা রাস্তাটি জুলহাস এর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা করা হোক।