শালিখা প্রতিনিধি
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তর শালিখা মাগুরার আয়োজনে যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ইলিয়াসুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোহাম্মাদ বাতেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীবুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মতিউর রহমান, মাগুরা পল্লি বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম আলোমগীর হোসেন। অনুষ্ঠানে ১৯ জন যুবক ও যুব মহিলার মাঝে ৮ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরন করা হয়।