এস এম মুস্তাইন, বসুন্দিয়া
বসুন্দিয়া এলাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে ২৩ জুন বুধবার দুপুরের পর লকডাউনের প্রথম দিনে করোনার বিধিনিষেধ মেনে দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজন ছাড়া বাজার ঘাটে মানুষের আনাগোনা খুবই কম। বসুন্দিয়া বাজারের ভৈরব নদীর ব্রীজের সামনে প্রশাসন কঠোর ভাবে পর্যবেক্ষণ করছেন।
তাছাড়াও বসুন্দিয়া মোড় বাজারের বাস স্টান্ডে পুলিশ কর্মকর্তারা স্বাস্থ্য বিধি মেনে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বসুন্দিয়ার আলাদীপুর বাজারেও ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহিদ সরদার সহ গ্রাম পুলিশ চৈতন্যর সহযোগিতায় বাজারে সকাল থেকে টহল অব্যাহত রেখেছেন। পার্শ্ববর্তী মিনা বাজারে আংশিক লকডাউন মানলেও লোকালয়ের সমাগম কম নয়।