প্রদীপ বিশ্বাস, বাঘারপাড়া
যশোরের বাঘারপাড়ায় কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে জোরদার করা হয়েছে। বুধবার উপজেলার ৬টি স্থানে পুলিশ চেকপোষ্ট বসিয়েছেন। একইসাথে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরাও সড়কে বাঁশের বেরিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার যশোর-মাগুরা সড়কে খাজুরা পুলিশ ক্যাম্পের আইসিসহ পুলিশ সদস্যরা চেকপোষ্ট বসিয়েছেন। একইসাথে উপজেলার দোরাস্তা-বোলদেঘাটা মোড়, রায়পুর-নারিকেলবাড়িয়ার তিন রাস্তার মোড়, ভাঙ্গুরা (নড়াইল রোড), রায়পুর রোড, নারিকেলবাড়িয়া বাজার-শালিখা রোড ও সীমাখালী এলাকায় চেকপোষ্ট বসানো হয়েছে। মাস্ক পরা ও যান চলাচল নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। অন্যদিকে এসব এলাকায় স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরাও বাঁশের বেরিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানিয়েছেন, কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকার প্রবেশ পথসহ স্থানীয় বাজারগুলো কঠোর নজরদারিতে রাখা হয়েছে। থানা ও ক্যাম্পের পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। একইসাথে গ্রাম পুলিশ সদস্যরাও কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে কাজ করছেন। এসময় তিনি সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।