মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের কালীবাড়ী সড়ক ও ইউনিয়ন পরিষদের সড়কের বেহাল দশা। এই রাস্তাটি বর্তমান জনবহুল রাস্তা নামে পরিচিতি হয়ে গেছে।
এই ইটের রাস্তা দিয়ে মানুষ পায়ে হেটে চলাচল সহ সাইকেল, মটর সাইকেল এবং ভ্যানগাড়ীতে চলাচল করতো। বর্তমান এই রাস্তা দিয়ে ইটের ও বালুর ৫চাকা গাড়ী চলে ইট উঠে ও রাস্তা দেবে উচু-নিচু হয়ে রাস্তা দিয়ে মানুষ চলাচলের চরম সমস্যা হয়ে পড়েছে।
এ ব্যপারে রাস্তার ধারে বসবাস কারী এবং এই ওয়ার্ডের ইউ.পি.সদস্য নুরুল ইসলাম বলেন, বর্তমান ইট ও বালুর ৫চাকার গাড়ী চলে রাস্তার এই বেহাল দশা হয়ে পথ চলাচলের সমস্য হয়ে দাড়িয়েছে। যে কোন মূহুর্তে দূর্ঘটনা ঘটতে পারে। মেরামত করা একান্ত প্রয়োজন। তাই এই রাস্তা দিয়ে যদি এইভাবে ভারী যানবাহন চলাচল করে তাহলে এই রাস্তা কার্পেটিং করা অতিব জরুরী।