শালিখায় চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে এক প্রভাবশালী

0
131

শালিখা প্রতিনিধি

মাগুরার শালিখায় ৬৪/৬৫ বছরের চলা-চলের রাস্তা বন্ধ করে দিয়েছে এক প্রভাবশালী। এ ব্যাপারে মাগুরা জেলা প্রশাসক, শালিখা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছেন শালিখা গ্রামের মৃত এরাদ আলী শিকদারের ছেলে ইব্রাহীম হোসেন।

অভিযোগে তিনি জানান, বাড়ি করার সময় আপন বড় ভাই হয়বাতল্লাহ শিকদারের কাছ থেকে মাঠের ৪ শতক জমি বদল করে রাস্তার জমি নেন। তাঁর মৃত্যুর পর আবুবক্কর শিকদারের কাছ থেকে ২ শতক জমি দলিল ও নামজারি করে নিয়মিত খাজনা প্রদান করে আসছেন। যার দাগ নং-১৬৭, শালিখা মৌজা নং- ৫৩, খতিয়ান নং- ১২৬।

গত ১০ বছর পূর্বে আবুবক্কর শিকদারের ছেলে জিল্লুর রহমান বাড়ি করার জন্য ঐ জমিতে আসে। তখন ঘর তৈরির প্রস্তুতি নিলে, রাস্তা কত টুকু থাকবে এ ব্যাপারে একটা সালিশ বৈঠাক হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী আধাপাকা ঘর তৈরি করে। জিল্লুর রহমান মৃত্যুর পরে বর্তমানে তার স্ত্রী সালমা চল-াচলের রাস্তার মাঝখানে একটি পাকা প্লাার স্থাপন করে।

যার কারণে, ইব্রাহিম হোসেন, জুলফিকার আলী, মাসুদ আলী সহ বেশ কয়েকটি পরিবারের মাঠের ফসলের গাড়ি ও যাতায়াতের অসুবিধা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here