সহিদুল ইসলাম, মধুখালী
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মধুখালীতে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে, মঙ্গলবার বেলা ১১ টায় মধুখালী থানা আয়োজনে এ কাজের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা মোনোয়ার, মধুখালী থানা অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু।
ওসি শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাড়ি বাড়ি পুলিশি সেবা পৌঁছে দিতে আমাদের এ কার্যক্রম। ইতিমধ্যে আমাদের থানার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং অফিস নেয়া হয়েছে। মানুষ যাতে সহজেই তাদের সেবা পেতে পারে সেখানে সপ্তাহে দুই দিন আমাদের অফিসাররা বসবে এবং মানুষের সেবা প্রদান করবে।