বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক অভিযানে ইয়াবা, গাজা ও ফেনসিডিল সহ ৫ জন মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি ও পুলিশ। এ সময় একটি পালসার মোটর সাইকেল ফেনসিডিল বহন করার জন্যও আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ বলেন, থানার গাজিপুর গ্রামের আবুল খায়ের এর ছেলে মেহেদী হাসান অবনী (২৩) কে ৪০ পিচ ইয়াবা সহ আটক হয়।
এরপর থানার দিঘিরপাড় বাইপাস সড়ক মোড় থেকে ৬ কেজি গাজা সহ মানকিয়া গ্রামের জামাত আলী মোড়লের ছেলে জামাল হোসেন (৪০) নারায়ন বিশ্বাস এর ছেলে সত্যজিত বিশ্বাস (৩০) একই গ্রামের রওশন আলীর ছেলে ইদ্রিস আলী (৪০) কে আটক করা হয়।
অপরদিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী ক্যাম্পের সুবেদার বলেন মসজিদ বাড়ি বিজিবি পোষ্ট থেকে গিয়াস উদ্দিন (৪০) নামে একজন হুজুরকে ২১ বোতল ফেনসিডিল ও একটি মোটর সাইকেল সহ আটক করা হয়। সে শার্শার বারিপোতা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন আটককৃতদের নামে মাদক মামলা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।