এম এম নুর আলম, আশাশুনি
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আশাশুনির কৃতি সন্তান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব অলিউর রহমান স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৪৬.০৩.০০৫.১৯.২৭৩ নং স্মারকে প্রজ্ঞাপনে আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের মৃত শেখ আমিনূর রহমান এর ছেলে শেখ ইউসুফ হারুন এর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ৬ জুলাই ২০২১ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছর মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান পদে শেখ ইউসুফ হারুনকে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এদিকে, আশাশুনি উপজেলার কৃতি সন্তান শেখ ইউসুফ হারুনকে গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শেখ ইউসুফ হারুনকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলাবাসী।